সখীপুরে ভূমিষ্ঠ হওয়ার আড়াই ঘন্টা পর মারা গেলো ‘মৎস্যকন্যা’!
প্রকাশিতঃ ৫:১৫ অপরাহ্ণ | মে ২১, ২০১৮

মোজাম্মেল হক সজল, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে ‘মারমেইড সিনড্রোম’র শিকার একটি শিশু জন্ম নেওয়ার আড়াই ঘণ্টা পর মারা গেছে।
চিকিৎসকরা জানান, ‘মারমেইড সিনড্রোম’ আক্রান্ত শিশুদের মূলত ‘মৎস্যকন্যা’ বলে অভিহিত করা হয়ে থাকে। জন্ম নেওয়া ওই শিশুর দু’টি পা জোড়া লাগানো ছিলো। এমন শিশুদের কোনো প্রজনন অঙ্গও থাকে না। ফলে তাদের লিঙ্গ চিহ্নিত করা সম্ভব হয় না।
এ বিষয়ে ওই ক্লিনিকের চিকিৎসক আবদুস সাত্তার বলেন, সাধারণত লাখে এমন একটি শিশু জন্ম হয়ে থাকে।
চিকিৎসা বিজ্ঞানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শিশুটি ‘মারমেইড সিনড্রোম’র শিকার। এর আভিধানিক অর্থ ‘মৎস্যকন্যা’। শিশুটির মাথা থেকে কোমর পর্যন্ত সাধারণ জন্ম নেওয়ার শিশুর মতই থাকে। কিন্তু নিচের অংশ মাছের লেজের মতো দেখায়।