|

সখীপুরে সড়ক নির্মানে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রকাশিতঃ ১:৫৯ পূর্বাহ্ণ | জুন ০৬, ২০১৮

মোজাম্মেল হক সজল, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে নিন্মমানের ইট, বালি ও নাম মাত্র ইট ব্যবহার করে চলছে সড়কের প্রশস্থ ও সংস্কারের অভিযোগ উঠেছে। উপজেলার পাথারপুর চৌরাস্তার সড়কে এলজিইডি‘র বরারের এক কোটি আট লক্ষ টাকা ব্যায়ে এ কাজটি চলছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কাজটির কাজ বন্ধ করলেও আবার চলছে সেই নিন্মমানের সামগ্রী ব্যবহার।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাথারপুর চৌরাস্তার পূর্ব দিকে ১০০ মিটার,পশ্চিম দিকে ৫০মিটার, উত্তর দিকে ৪০ মিটার, দক্ষিণ দিকে ৬০ মিটার ও চৌরাস্তা থেকে ইব্রাহীম খা’র বাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের সংস্কার ও প্রশস্থ করনের কাজ চলছে। নিন্মমানের ইট, বালি, খোয়া ও নাম মাত্র ইট ব্যবহার করে চলছে এ সড়কের কাজ। এলজিইডি এর বরাদ্ধের এক কোটি আট লক্ষ টাকা ব্যায়ে এ কাজের দায়িত্ব পেয়েছেন মেসার্স মোহনা নির্মাণ সংস্থা নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে গত রবিবার কাজটি বন্ধ করলে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী কাজটি পরিদর্শন করলেও পুনরায় চালু হয়েছে সেই নিন্মমানের কাজ।
স্থানীয় জনগণ, দোকানদার ও গাড়ির চালকরা বলেন, এ নিন্মমানের কাজটি বন্ধ করলেও প্রশাসনের টনক নড়াতে পারিনাই। ঠিকাদারের ইচ্ছামতো কাজ চলছে।
প্রকৌশলী মো. ফাহাদ কদ্দুস বলেন, আসলে বৃষ্টির কারনে ভালোমানের ইট পাওয়া যায়না। তবে যে টুকু কাজ হচ্ছে ৯৯ ভাগ ভালো।
মেসার্স মোহনা নির্মাণ সংস্থার স্বত্তাধিকারী হারুন অর রশিদ বলেন, আসলে কাজ ভালো হচ্ছে কিন্তু এলাকার কয়েক জন লোক অযথা কাজটি বন্ধ করছিলো।

Print Friendly, PDF & Email