|

‘বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টিনাই’

প্রকাশিতঃ ৭:২৮ পূর্বাহ্ণ | জুন ০৮, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: রাশিয়ায় যত প্রতিকূলতাই আসুক না কেন, তার মোকাবেলা করতে প্রস্তুত মেসি দিবালারা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে কন্ডিশনের কথা বিবেচনায় বিভিন্ন ভেন্যুতে প্রস্তুতি নিয়েছে তারা। তাই এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার আর্জেন্টিনা। এমনটাই বলছেন আলবিসেলেস্তা কোচ হোর্হে সাম্পাওলি। অন্যদিকে, শিরোপা জয়ে আশাবাদী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তিতের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে অন্তত ফাইনাল পর্যন্ত খেলবে সেলেসাওরা।

আজের্ন্টিনা-ব্রাজিল। দেশ দুটি বিশ্বকাপ শুরু আগে সব সময় থাকে আলোচনার শীর্ষে। অবশ্য থাকার কারণও রয়েছে বেশ। ল্যাটিন আমেরিকার দেশ দুটি যুগে যুগে ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে অনেক কিংবদন্তি ফুটবলার। এবারও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নের কেন্দ্রে রয়েছে লিওনেল মেসি, ডি মারিয়া, অ্যাগুয়েরোদের নাম। আর ব্রাজিল স্বপ্ন বুনছে নেইমার, জেসুস ও কৌতিনিয়োদের ঘিরে।

২৫ বছর আগে বড় কোন শিরোপা জিতে ছিলো আর্জেন্টিনা। আর বিশ্বকাপটা শেষবারের মতো উঁচিয়ে ধরে ছিলো ৩২ বছর আগে। লম্বা সময়ের শিরোপা খরা কাটাতে মরিয়া আলবিসেলেস্তারা। তবে গেলো বিশ্বকাপের পর থেকে রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে হয়েছে আর্জেন্টিনার ফুটবলকে।

পুরো দল নিয়ে অনুশীলনে খুব অল্প সময় পেয়েছেন কোচ সাম্পাওলি। তবে রাশিয়ার কন্ডিশনের কথা বিবেচনায় দল নিয়ে অনুশীলন করেছেন বিভিন্ন ভেন্যুতে। তাই এবারে বিশ্বকাপ দিয়ে দীর্ঘ খরা কাটাতে চায় আর্জেন্টিনা।

সাম্পাওলি বলেন, ‘আমার কাছে আর্জেন্টিনাই সবচেয়ে বড় দাবিদার বিশ্বকাপের। কারণ আসন্ন প্রতিকূলতার কথা বিবেচনায় ফুটবলারা বিভিন্ন ভেন্যুতে অনুশীলন করেছেন। তবে অন্যরাও তাদের সেরাটা দিতে প্রস্তুত। তবে আমি আমার ফুটবলারদের নিয়ে খুবই আশাবাদী। কারণ অনুশীলনে তাদের চোখে মুখে শিরোপা জয়ের ক্ষুধা দেখেছি।’

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ অর্জনটা গেলো দশকের শুরুতে। ১৬ বছর হতে চলল শিরোপাহীন ব্রাজিল। তবে এবার তারুণ্য নির্ভর দল নিয়ে দারুণ আশাবাদী কোচ তিতে। সেই সাথে সেলেসাও কিংবদন্তি পেলের প্রত্যাশা কোচের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে ফাইনাল খেলবে ব্রাজিল।

Print Friendly, PDF & Email