আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিতঃ ৪:২৮ পূর্বাহ্ণ | জুন ১০, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের গ্যলারী ১ এ ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফাউন্ডার মো. আব্দুল্লাহ আল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের উপদেষ্ঠা অধ্যাপক ডাঃ আ.ন.ম. ফজলুল হক পাঠান, ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের উপদেষ্ঠা ডাঃ এ. কে. এম. আবুল হোসেন।
এসময় অন্যাদের মাঝে বক্তব্য রাখেন, ডাঃ খোরশেদ আলমগীর, ডাঃ প্রদীপ, ডাঃ জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকরি পরিষদের সদস্য ডাঃ মো. নুরুল আযম, উর্মিলা ভৌমিক, আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের সভাপতি মো. রবিউল হাসান বিপ্লব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সিনিয়র সহ-সভাপতি ফারদিন হোসাইন রোমিও, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালস্থ ভালুকা স্টুডেন্ট এ্যাসোয়িয়েশনের সভাপতি মো. মিজবাহুল ইসলাম সা‘দ, বিডি ক্লিন ময়মনসিংহের সমন্বয়ক এ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, জবস্টাডি এর পরিচালক কবিয়াল আল নূর প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সদস্য, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী, ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী, ও সুশীল সমাজের ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।