|

নদী গর্ভে বিলীন হচ্ছে ফুলপুরের দুই বিদ্যালয়

প্রকাশিতঃ ৪:১৮ পূর্বাহ্ণ | জুন ১৪, ২০১৮

মোস্তফা খান,  ফুলপুর:  ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশতলা উচ্চ বিদ্যালয় ও বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনের কবলে পড়ে এখন ধ্বংসের সম্মুখীন। যে কোন সময় প্রতিষ্ঠান দুটি নদীগর্ভে বিলীন হওয়া সময়ের ব্যাপার।

সরেজমিনে গিয়ে জানা যায়, ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়ন ও হালুয়াঘাট উপজেলার মধ্যবর্তী খরস্রোতা কংশ নদীর পাড়ে অবস্থিত বাঁশতলা উচ্চ বিদ্যালয় ও বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত কয়েক বছর ধরে কংশ নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। অব্যাহত নদী ভাঙনের হাত থেকে বিদ্যালয় দুটি রক্ষার জন্য দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছিল। এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ না করায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। আর মাত্র কয়েক ফুট ভাঙলেই কংশ নদীতে বিলীন হয়ে যাবে প্রাচীননতম এই বিদ্যালয় দুটি।

বাঁশতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, দুটি বিদ্যালয়ে প্রায় ৭শ’ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয় দুটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে এ সকল শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে যাবে। তাই বিদ্যালয় দুটি রক্ষার জন্য স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে আবেদন জানাই। কোন এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় এই বর্ষা মওসুমেই এ দুটি প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

স্থানীয় অধিবাসী ও বিদ্যালয়ে ছাত্র অভিভাবকদের সাথে কথা বললে তারা আক্ষেপের সাথে জানান, আমাদের চোখের সামনেই আমাদের প্রাণপ্রিয় দুটি শিক্ষা প্রতিষ্ঠান নদীতে মিশে যাবে তা খুবই দুঃখজনক।

এ ব্যাপারে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার রাশেদ হোসেন চৌধুরী বলেন, বাঁশতলা গ্রামে কংশ নদীর ভাঙন বন্ধ করার জন্য দেড় কোটি টাকার বরাদ্দ চেয়ে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছে।

Print Friendly, PDF & Email