নেইমার পড়ে গেলেই বিনামূল্যে খাওয়ানো হবে মদ!
প্রকাশিতঃ ৯:৩৪ অপরাহ্ণ | জুন ২৬, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ব্রাজিলের সেরা তারকা নেইমার বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল করলেও এর আগে অনেকগুলো সহজ সুযোগ মিস করেছেন এ পিএসজি তারকা।
তবে বাজে খেলার চেয়েও নেইমার সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন হালকা স্পর্শেই তার মাটিতে পড়ে যাওয়ার জন্য। প্রথম দুই ম্যাচেই কখনো হালকা সংঘর্ষ কিংবা বিনা সংঘর্ষেই মাটিতে লুটিয়ে পড় যান তিনি। কোস্টারিকার বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি আদায়ের জন্যে তিনি যেভাবে ডি বক্সের ভেতর পড়ে গিয়ে অভিনয় করেছেন, তা তো রীতিমতো দৃষ্টিকটু!
রিওর বারটি তাদের এ অফারের কথা প্রচারের জন্য একটি পোস্টারও ছাপিয়েছে। ওই পোস্টারে দেখা যাচ্ছে, নেইমারের পড়ে যাওয়ার ছবি এবং সেখানেই তাদের এ অফারটির কথা লেখা।