ফুলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ১২:১৯ পূর্বাহ্ণ | জুলাই ০১, ২০১৮

মোস্তফা খান ফুলপুর : ফুলপুরে পুকুরের পানিতে ডুবে কাউসার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার কারাহা গ্রামে ।
জানা যায়, শনিবার উপজেলার কারাহা গ্রামের বাসিন্দা ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া ছেলে কাউসার বেলা বারটার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কাউসার স্থানীয় ছনকান্দা মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র ছিল। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।