|

ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃ্ত্যু

প্রকাশিতঃ ১২:৫৬ পূর্বাহ্ণ | জুলাই ০৯, ২০১৮

মোস্তফা খান, ফুলপুর:  ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামে পানিতে পড়ে অন্বেশা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সুত্রে যানাযায়, রবিবার  সকালে বাড়ির পাশে খেলা করতে গিয়ে অন্বেশা  পুকুরে পড়ে যায়।

পরে  পুকুরে ভাসমান   অবস্থায় দেখতে পেয়ে  উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত  ডাক্তার অন্বেশাকে  মৃত ঘোষনা করেন। নিহত অন্বেশা সরচাপুর গ্রামের আকাশের কণ্যা।

Print Friendly, PDF & Email