|

ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিতঃ ১:৪১ পূর্বাহ্ণ | জুলাই ১৯, ২০১৮

মোস্তফা খান, ফুলপুর: আজ বুধবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে ফুলপুর মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন।

এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ফুলপুর উপজেলায় মৎস্য চাষে বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বিশেষ করে দেশীয় প্রজাতির মৎস্য চাষ করে মাছ চাষীরা লাভের মুখ দেখছে। তিনি সাংবাদিকদের জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে ফুলপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন হাটবাজারে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা, মূল্যায়ণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য কর্মকর্তা জানান, গত বছরে ফুলপুর উপজেলায় ৭৪৬৭ মে. টন মাছ উৎপাদিত হয়েছে, যা ফুলপুরের চাহিদার তুলনায় তিনগুণ বেশি। ফুলপুর সাংবাদিক সমিতির সভাপতি ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন বলেন, খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা না থাকার কারণে কৃষকরা মৎস্য চাষে আগ্রহ হারাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, মৎস্য চাষের ফলে ফসলী জমি ও নদী নালার কোন ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি রাক্ষুষী মাছ পিরানহা চাষ না করার জন্যেও পরামর্শ দেন।

Print Friendly, PDF & Email