সখীপুরে স্কুল ছাত্রী নিহত : সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
প্রকাশিতঃ ৪:১৪ পূর্বাহ্ণ | আগস্ট ০৪, ২০১৮

মোজাম্মেল হক সজল, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সাদিয়া জাহান নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ঢাকা-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সে উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রি ও বড়চওনা ঢলিপাড়া এলাকার আজাহারুল হক মেয়ে।
পালিয়ে যাওয়ার সময় ঘাতট ট্রাক ও ড্রাইভারকে স্থানীয় জনতা বেলতলী বাজারে আটক করে রাখে।
এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে সড়কের উপর ট্রায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষুব মিছিল ও যানবাহন অবরোধ করেন স্থানীয় ছাত্র-জনতা।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, বেলতলী বাজার থেকে রাস্তার পাশ দিয়ে এক স্কুল ছাত্রী বাড়ি আসতে ছিলো। সামনে থেকে এসে একটি মাহিন্দ্র ট্রাক বেপরোয়া গতীতে স্কুল ছাত্রীকে ধাক্কা দেয়। মেয়েটি রাস্তার নিচে পড়ে গেলে স্থানীয়রা দৌঁড়ে এসে তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনা স্থলে স্থানীয়া সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, এডিশনাল এসপি আহাদুজ্জামান, সখীপুর থানার ওসি এস.এম তুহিন আলীসহ স্থানীয় গন্যমান্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবরোধ তুলে নেয়।
সখীপুর থানার পরিদর্শক এসআই বদিউজ্জামান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।