|

মক্কায় আরো পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশিতঃ ৪:১১ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: সৌদি আরবে হজ পালন করতে যাওয়া আরো পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

গতকাল শনিবার দেশটির মক্কা নগরীতে ওই পাঁচ হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা যায়।

মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত পাঁচ হজযাত্রী হলেন নোয়াখালীর সোনাইমুড়ীর মো. আবুল বশর (৫৭), ঢাকার সাভারের তালবাগের আবদুল লতিফ (৬৭), যশোর সদরের নুরজাহান (৭১), ঢাকার মোহাম্মদপুরের আবদুল লতিফ চৌধুরী (৭০) ও কিশোরগঞ্জ হোসেনপুরের মো. জয়নাল আবেদীন (৭৬)।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৪৩ জন, মদিনায় ছয়জন ও জেদ্দায় দুজনসহ মোট ৫১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে নয়জন নারী ও ৪২ জন পুরুষ।

সুত্র: এনটিভি.

Print Friendly, PDF & Email