|

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত

প্রকাশিতঃ ৫:৫০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৮

মোজাম্মেল হক সজল, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার আড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম বলেন, নিহত কৃষক সোমবার সকালে দিনমজুর হিসেবে প্রতিবেশী ছবুর মিয়ার রোপা আমন ধানক্ষেতে আগাছা নিড়ানির কাজ করছিল। এ সময় ওই ক্ষেতের পাশের বাড়ির আহাম্মদ আলীর ছেলে মোস্তফা কামাল তাদের গাছের পেঁপে পাড়তে মোবারককে ডেকে আনেন। পেঁপে পাড়ার সময় ওই গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Print Friendly, PDF & Email