|

উন্মোচিত হল এশিয়া কাপের ট্রফি

প্রকাশিতঃ ১০:২৯ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর : সন্নিকটে এশিয়া কাপ। আর মাত্র ৫ দিন পর মাঠে গড়াচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এর আগে হয়ে গেল ট্রফি উম্মোচন। সংযুক্ত আরব আমিরাতের ক্যাবিনেট সদস্য ও এমিরেটস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিন শুক্রবার (৭ সেপ্টেম্বর) সেটি উম্মোচন করেন।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এটি হবে এশিয়ার সেরা হওয়ার ১৪তম আসর। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে বসছে এশিয়া কাপ। দুর্ভাগ্য তাতে খেলার সুযোগ পাচ্ছে না স্বাগতিকরা। বাছাইপর্বের বাধা উতরাতে পারেনি তারা। এ বাধা টপকে মূল আসরে জায়গা করে নিয়েছে হংকং। বাছাইপর্বের ফাইনালে আমিরাতকে ২ উইকেটে হারিয়ে মূল আসরে খেলার টিকিট পায় তারা।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ফাইনালি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর। শিরোপার লড়াইয়ে লড়বে ৬ দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে সেরা চার দল নিয়ে হবে সুপার ফোর।

এশিয়া কাপের সময় সূচি-

Print Friendly, PDF & Email