|

এখন অনেক বেশি চাপে পড়েছে গণতন্ত্র : জাতিসংঘ মহাসচিব

প্রকাশিতঃ ২:১১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বিগত দশকগুলোর যেকোনো সময়ের তুলনায় গণতন্ত্র এখন অনেক বেশি চাপে রয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মহাসচিব গুতেরেস বলেন, এই আন্তর্জাতিক দিবসে আমাদের উচিত গণতন্ত্রকে শক্তিশালী করতে সম্ভাব্য উপায় এবং যে পদ্ধতিগত চ্যালেঞ্জগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সেগুলোর সমাধানে কাজ করা। এজন্য অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য মোকাবিলা, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে রাজনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে গণতন্ত্রকে আরো অন্তর্ভুক্তিমূলক করা এবং উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গণতন্ত্রকে আরো উদ্ভাবনী আর ইতিবাচকভাবে ক্রিয়াশীল করার চেষ্টা করতে হবে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য সবাইকে যৌথভাবে কাজ করতে অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email