|

এশিয়া কাপে মুশফিকের খেলা অনিশ্চিত

প্রকাশিতঃ ৩:৩৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: এশিয়া কাপ এলে বাংলাদেশের প্রত্যাশা বেড়ে যায় অনেকগুন। আর সেই প্রত্যাশা থাকে কিছু পছন্দের ক্রিকেটারের প্রতিও। ২২ গজের পিচে আস্থার তালিকায় সেরকম একজনের নাম মুশফিকুর রহিম। দিনে দিনে তার পারফরমেন্স দেখিয়ে ভক্তদের আস্থা আর্জন করে নিয়েছেন তিনি। এবারের এশিয়া কাপেও তার প্রতি পুরো দল ও ভক্তের সেরকমই হয়তো চাওয়া-পাওয়া। কিন্তু শোনা যাচ্ছে মুশফিকুর রহমান পাঁজরে চোট পেয়েছেন।

যদিও পাঁজরে চোট পাওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি টিম ম্যানেজমেন্ট। বরং জানানো হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মুশফিকুর রহিমের পাঁজরের ব্যথা গতকালের তুলনায় কম। তবে, আজ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

আসলেই যদি মুশফিকের চোটের ঘটনা হয় তাহলে বাংলাদেশ দলের জন্য খুব সমস্যা হবে। কারণ মুশফিক বাংলাদেশ জাতীয় দলের বেশ অভিজ্ঞ একজন খেলোয়াড়। এরকম ঘটনা বাংলাদেশের জন্য ধাক্কা হতে পারে।

২০১২ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ফাইনালে উঠেছিল। গতবারও দেশের মাটিতে খেলেছে ফাইনালে ভারতের বিপক্ষে। ২ বারই হেরে গেছে। যেহেতু এবার খেলাটা বাইরে তাই বাংলাদেশ দলের চ্যালেঞ্জটাও অনেক বেশি হবে।

দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে আজ বসছে এশিয়া কাপের ১৪তম আসর। অভিযানের শুরুতেই চেনা প্রতিপক্ষ। পরস্পরের নাড়ি-নক্ষত্র জানা দু’দলেরই। বাংলাদেশের জন্য সেটা যদি হয় স্বস্তির উপলক্ষ, তবে অস্বস্তির কারণ আছে অনেক।

এবারের আসরে মাশরাফিদের আসল চ্যালেঞ্জটা অন্য জায়গায়। শ্রীলংকা ও আফগানিস্তানের চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে সংযুক্ত আরব আমিরাতের বৈরী কন্ডিশন ও টুর্নামেন্টের অবিশ্বাস্য ঠাসা সূচি। ব্যস্ত সূচি অবশ্য আসরের ছয় দলের জন্যই সমান বিড়ম্বনার। ওয়ানডে ফরম্যাটের একটি টুর্নামেন্টে ১৪ দিনে ১৩টি ম্যাচ, ভাবা যায়!

এরমধ্যে গ্রুপপর্বে টানা ছয় দিনে ছয়টি ম্যাচ। বি-গ্রুপে বাংলাদেশ ও শ্রীলংকার সঙ্গে রয়েছে আফগানিস্তান। এ-গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। গ্রুপপর্বে সব দলই খেলবে দুটি করে ম্যাচ।

দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার ফোর পর্বে। সেখানে চার দলই পরস্পরের মুখোমুখি হবে। প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। সুপার ফোরের শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে ফাইনালে। খেলা হবে দুবাই ও আবুধাবিতে।

Print Friendly, PDF & Email