|

তামিমের এশিয়া কাপ শেষ

প্রকাশিতঃ ১০:৫১ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ফিল্ডিং অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন তামিম। সিঙ্গাপুরে স্ক্যান করিয়ে জানতে পারেন আঙুলে হালকা চিড়। এরপর তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এশিয়া কাপে তিনি খেলতে পারবেন তো? শঙ্কা থাকেলেও প্রস্তুতি নেন তামিম। অংশ নেন এশিয়া কাপে।

শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে দুর্ভাগ্যজনকভাবে সেই শঙ্কা সত্যি হয়। চোট নিয়ে মাঠ ছাড়েন তামিম। সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে গিয়ে বল তার গ্লাভসে লাগে। মুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। একটু পর ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। শেষপর্যন্ত তামিমকে দুবাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়ে।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর তামিমের কব্জির হাড়ে চিড় ধরা পড়েছে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। একই খবর প্রকাশ করে ক্রিকবাজ।

Print Friendly, PDF & Email