|

টাঙ্গাইলে ৮৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ ১২:৫২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী থেকে ১২ লক্ষ টাকার মূল্যের ৮৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব। সোমবার ভোরে কালিহাতীর নারিন্দা ইউনিয়নের বাঁশজানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

টাঙ্গাইল র‌্যাবের অধিনায়ক মেজর রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের আশেকপুর বাইপাসে রাতে একটি প্রাইভেট কারকে থামাতে সিগন্যাল দিলে কারটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব কারটির পিছু নেয়। পরে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঁশজানা মসজিদের পাশ থেকে প্রাইভেট কার, ৮৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন কুমিল্লা জেলার দেবীদ্দার থানার রসুলপুর গ্রামের মামুন মিয়া, ঝালকাঠি জেলার রাজাপুর থানার বাকরি গ্রামের মো. রিয়াদ ও বরিশাল জেলার গৌরনদী থানার কমলাপুর গ্রামের রুবেল হোসেন।

র‌্যাব জানায়, তারা সবাই মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট গাঁজা সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email