|

জালিয়াতি ঠেকাতে ভিসার নকশা পরিবর্তন মালয়েশিয়ার অভিবাসন

প্রকাশিতঃ ১১:৩৩ পূর্বাহ্ণ | অক্টোবর ০৩, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: জালিয়াতি ঠেকাতে ভিসার নকশার পরিবর্তন এনেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গতকাল মঙ্গলবার এ তথ্য জানান ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুক সেরি মুস্তাফার আলি।

ডিরেক্টর জেনারেল বলেন, ভিসার এই নতুন নকশা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। নতুন নকশায় হলোগ্রাম ও বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। এর ফলে ভিসা জালিয়াতি করলে সহজেই ধরা যাবে।

দেশটির এই অভিবাসন কর্মকর্তা বলেন, এতে স্বতন্ত্র রঙিন হলোগ্রাম প্রয়োগ করা হবে, যাতে বিদেশিদের মালয়েশিয়ায় থাকার অনুমতিপত্র জালিয়াতি করা সহজ হবে না। এটা নথি জালিয়াতির ঘটনা হ্রাস করবে। এ ছাড়া ব্যাকগ্রাইন্ডটাও নতুন করে ডিজাইন করা হয়েছে। এর মধ্যে নানা রঙে সিরিয়াল নম্বর দেওয়া থাকবে।

অনেক দিন ধরেই মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ ভিসা জালিয়াতি রোধে কাজ করে আসছিল বলে জানান ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল। তিনি আরো বলেন, এটি দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে সমুন্নত রাখার একটি ধারাবাহিক প্রচেষ্টার ফল।

Print Friendly, PDF & Email