গফরগাঁওয়ে ইতিহাস গড়ে বিজয়ী ফাহমী গোলন্দাজ বাবেল
প্রকাশিতঃ ৩:৫১ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০১৮

বদরুল আহাসন টিপু, গফরগাঁও : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ময়মনসিংহ-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল। রোববার (৩০ ডিসেম্বর) সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান এ ফলাফল ঘোষণা করেন । ।
মহান সৃষ্টিকর্তা, গফরগাঁওবাসী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাহমী গোলন্দাজ বলেন, গফরগাঁওবাসীর ভালবাসায় আমি জয়লাভ করেছি ।
এ আসনের ১১১টি কেন্দ্রে ৩ লাখ ২৪ হাজার ৩শ ৪৫ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮৭হাজার ৪’শ ৭৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন । তার মধ্যে নৌকা প্রতীকের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল ২ লাখ ৫১ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ধানের শীষের এসএম মোরশেদ। তার প্রাপ্ত ভোট ৩ হাজার ১’শ ৭৫টি। এছাড়া নির্বাচনে হাতপাখা মার্কার জয়নাল আবেদীন ১হাজার ৭’শ ৩১, মাছ মার্কার মো. দ্বীন ইসলাম ১ হাজার ২’৫৮ ভোট, আম মার্কা প্রতীকের মো. নূর উদ্দিন ৪’শ ৭৫ ভোট পেয়েছেন। নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৮৯.৭০ শতাংশ । নৌকা মার্কা প্রতীক প্রদত্ত ভোটের ৯৬.৬৭শতাংশ ভোট পেয়েছে।