|

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২ নেতার উপর হামলার অভিযোগ

প্রকাশিতঃ ১২:০৯ পূর্বাহ্ণ | জুন ১৬, ২০১৯

ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২নেতা সারেং হোটেলে আহার করা অবস্থায় বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা আদেল ও মুনাব্বির হোসেন তন্ময় এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে । শনিবার রাত ৮ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয় ৷ জানাযায় আদেল ও তন্ময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফজলে সালেহীন সৌরভের সাথে চলাফেরা করতো ৷ হামলায় শিকার ছাত্রলীগ নেতারা জানান ঝামেলার সুত্রপাত হয় সম্প্রতি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সৌরভ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির প্রতিবাদ জানালে ও রাকিবের বলয় থেকে বের হয়ে নিজেকে পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন ৷

এর পর থেকেই বিভিন্নভাবে সৌরভ ও তার অনুসারীদের উপর বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করতে চেষ্টা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব ও তার অনুসারীরা ৷ আর রাকিবের এরকম উগ্রবাদী কার্যক্রমের জন্য নিয়মিতই বিতর্কিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৷

হামলায় শিকার আদেল ও তন্ময় দাবী করেন নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের নির্দেশে তার অনুসারীরা তাদের উপর এই বর্বর.হামলা চালান।

Print Friendly, PDF & Email