গফরগাঁওয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ১১:২২ পূর্বাহ্ণ | জুলাই ২৬, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও বন্যার পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরমছলন্দ মুদি পাড়ায় এঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তারেক (৮)। সে ওই গ্রামের কৃষক বদর উদ্দিনের ছেলে। তারেক চরমছলন্দ কান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি আসার পথে তারেক ও তার দুই সহপাঠি কান্দাপাড়া হাকির বাড়ির খালে বন্যার পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে প্রবল স্রোতে তারেক বন্যার পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী প্রায় একঘন্টা পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দুরে একটি গাছের শিকড়ের মধ্যে আটকে থাকা তারেকের লাশ উদ্ধার করে।