গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত, চলাচল বিগ্ন
প্রকাশিতঃ ১:৩৪ অপরাহ্ণ | আগস্ট ০৬, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িক ট্রেন চলাচল বন্ধ হয়েযায় । এতে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি আওটারসিগ্লানে ১ ঘন্টা আটকা পরে ।এসময় গফরগাঁও রেলষ্টেশনে আসা ঢাকাও ময়মনসিংহ গামীযাত্রীরা চরম দুর্ভোগে পরে । ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৮টায় গফরগাঁও রেল ষ্টেশনের কাছে ।
ট্রেন পরিচালক সারোয়ার আলম জানায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ৫৬ ডাউন (৮ডাউন) ট্রেনটি গফরগাঁও রেলষ্টেশনের ডাউন পয়েন্ট অতিত্রুম করার সময় ট্রেনের একটি মালবাহি বগি লাইনচ্যুত হয় ।এসময় যাত্রীরা ট্রেন থেকে লাফালাফি করে নামলেও কেউ হতাহত হয়নি ।
ট্রেন চালক আক্তার হোসেন বলেন অতিরিক্ত মাল ও দুর্বল রেললাইনের কারনে এ দুৃর্ঘটনা ঘটে থাকতে পরে ।
গফরগাঁও রেলওয়ে ষ্টেশন মাষ্টার সোলাই মান কবির বলে, ৫৬ ডাউন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী বলাকা ট্রেনটি আওটার সিগ্নালে আটকা পড়ে । এতে সাময়িক ট্রেন চলাচল বন্ধ ছিল ।