গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা
প্রকাশিতঃ ১:০২ পূর্বাহ্ণ | আগস্ট ০৮, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি: গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরী এবং মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে কয়েকটি জায়গা অতিক্রম করে খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।