|

গফরগাঁওয়ে টমটম চাপায় শিশু নিহত

প্রকাশিতঃ ১১:৪৩ অপরাহ্ণ | আগস্ট ১৪, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামে টমটম চাপায় এক কন্যা শিশু নিহত হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার বিকেল গফরগাঁও-টোক সড়কের বামনখালী গ্রামে।

নিহত শিশুর নাম রিমি আক্তার (৪)। সে ওই গ্রামের পবন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে খেলতে খেলতে শিশু রিমি বাড়ির সামনের গফরগাঁও-টোক সড়কে চলে আসে। এ সময় দ্রুত গতির একটি টমটম তাকে চাপা দেয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গফরগাঁও হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার বেশ আগেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে একজন অফিসারকে হাসপাতালে পাঠিয়েছি

Print Friendly, PDF & Email