|

গফরগাঁওয়ে সড়কে ছিনতাই, আহত ৩

প্রকাশিতঃ ১২:১৪ পূর্বাহ্ণ | আগস্ট ১৫, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই নারী ও এক অটো ড্রাইভারকে মারধর করে স্বর্নালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে একদল ছিনতাইকারী।বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার রসুলপুর গ্রামে গফরগাঁও-রসুলপুর সড়কে এ ঘটনা ঘটে ।

ভুক্তভোগীরা জানায়, সড়কের শহীদ লেফটেনেন্ট আতিকুর রহমান তোরনের কাছে বুধবার মাগরিবের নামাজের সময় একটি যাত্রীবাহি ব্যাটারীচালিত অটোরিক্সার গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। এ সময় তারা মারধর করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্নালংকার, মুঠোফোনসহ অন্য মালামাল লুট করে নেয়। এ সময় এ সড়ক দিয়ে স্থানীয় রসুলপুর ইউপি চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম মটরসাইকেল দিয়ে গফরগাঁও যাচ্ছিলেন।তাকে দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ছিনতাইকারীদের হামলায় উপজেলার চৌধুরীকান্দা গ্রামের তানিয়া (২২), রত্না (১৫) এবং অটোড্রাইভার ইসলাম (২২) আহত হয়।তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রসুলপুর ইউপি চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম বলেন, মাগরিবের নামাজের সময় এই ছিনতাই সংঘটিত হয় ।রসুলপুর গ্রামের সিয়াম (২০), সিনহা (১৮), ডিলসান (১৮),বাদল (২০), প্রিন্স (১৮) এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত।

Print Friendly, PDF & Email