|

গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবস পালিত

প্রকাশিতঃ ৭:৪০ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী । এ উপলক্ষে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের আয়োজন করেন গফরগাঁও উপজেলা প্রশাসন । সকালে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুব উর রহমান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাথী , নানা শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে একটি র‌্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হল রুমে গিয়ে শেষ হয় । হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান, পাগলা থানার ওসি শাহিনুজ্জামান, মুত্তিযোদ্ধা আব্দুছ ছালাম প্রমুখ ।

Print Friendly, PDF & Email