|

গফরগাঁওয়ে আ‘লীগের আয়োজনে শোক দিবস পালিত

প্রকাশিতঃ ৭:৪৭ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী । এ উপলক্ষে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের আয়োজন করেন গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ। 

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগ , ১৫টি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, পাড়ায় পাড়ায় মাইকে প্রচার করা হয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ । বিভিনন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব সহকারে পালন করা হয় শোক দিবসের কর্মসুচী।সকালে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল মধ্য বাজারের আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।

পরে গফরগাঁও বাজার ব্যাবসায়ীদের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও গনভোজে অংশ নেয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল হালিম মানিকি , ইউপি চেয়াম্যান আব্দুল কাশেম, নাজমুল হক ঢালী, তরিকুল ইসলাম রিয়েল , সেচ্ছাসেবক আহবায়ক আওরঙ্গ হেলাল প্রমুখ ।

পরে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল উপজেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ।

Print Friendly, PDF & Email