গফরগাঁওয়ে বিধবার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
প্রকাশিতঃ ৭:৫১ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে বসতভিটার জমি দখল করতে এক বিধবার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ওই বিধবা ও তাঁর মেয়েকে মারধর করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন দেউলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই নারীর মেয়ে পাগলা থানায় অভিযোগ করলেও পুলিশ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘দেখি খোঁজখবর নিয়ে মামলা নিয়ে নেব। ’ স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার দেউলপাড়া গ্রামের শামুন আকন্দের ছেলে রফিকুল আকন্দ দীর্ঘদিন ধরে তাঁর আত্মীয় ও প্রতিবেশী মৃত আব্দুল হেকিম আকন্দের স্ত্রী হালিমা খাতুনের (৯০) বসতভিটা দখলের পাঁয়তারা করে আসছেন। তিনি ওয়ারিশ সূত্রে ওই জমি দাবি করছেন। এ ব্যাপারে রফিকুল তিন-চার বছর আগে ময়মনসিংহ বিচার বিভাগীয় হাকিম আদালতে হালিমা খাতুনের বিরুদ্ধে জমিসংক্রান্ত মামলা দায়ের করেন। কিন্তু আদালত হালিমা খাতুনের পক্ষে রায় দেন।
গত শনিবার রাতে পাগলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম একটি মামলায় হালিমা খাতুনের তিন ছেলেকে গ্রেপ্তার করে। কিন্তু মামলাটি কবে কোথায় হয়েছে কিংবা বাদী কে হালিমা খাতুনের পরিবারের কেউ জানেন না। তারা বিষয়টিকে রফিকুলের ষড়যন্ত্র মনে করছেন।
এদিকে রফিকুল আকন্দের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দা, লাঠি নিয়ে হালিমা খাতুনের বাড়িতে হামলা চালায়। তারা হালিমার বসতঘর, গোয়ালঘর, রান্নাঘর ভাঙচুর করে জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। বাধা দেওয়ায় হামলাকারীরা হালিমা খাতুন ও তাঁর মেয়ে শেফালী বেগমকে বেদম মারধর করে।
শেফালী বেগম বলেন, ‘আমডারে অসহায় পাইয়া রফিক লোকজন লইয়া বাড়িত হামলা করছে। মা আর আমারে মারছে। আমরা এর বিচার চাই। ’