|

‘আওয়ামীলীগ নিবেদিত কর্মীদের অবদান কখনো ভুলেনা’- এম.পি বাবেল

প্রকাশিতঃ ১২:২৩ পূর্বাহ্ণ | আগস্ট ১৭, ২০১৯

আওয়ামীলীগ নিবেদিত কর্মীদের স্মরণ সভায় এমপি বাবেল

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধিঃ গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ,ডাক ওটেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেছেন, আওয়ামীলীগ নিবেদিত কর্মীদের অবদান কখনো ভুলেনা। আওয়ামীলীগ তার দলীয় ত্যাগী নেতাকর্মীদের মৃত্যুর পরও মূল্যায়ন করে থাকেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে দেশের উন্নয়নে যে সকল নেতাকর্মী কাজ করে গেছেন তাদেরকে মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সংগঠনকে যারা সংঘটিত করতে রাজপথে আন্দোলন সংগ্রাম করে দলকে প্রতিষ্ঠিত করে গেছেন তারাই ছিল আওয়ামীলীগের নিবেদিত প্রাণ।ফাহমী গোলন্দাজ বাবেল শুত্রুবার বিকেলে কান্ডি চৌরাস্তায় মশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক,সাবেক চেয়াম্যান, বর্ষিয়ান নেতা মরহুম হাসমত আলী ভূইয়ার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান আশরাফ উদ্দিন বাদল,পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, মশাখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোস্তফা কামাল মনি । অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ,তরিকুল ইসলাম রিয়েল, মাছুদুজ্জামান, উপজেলা যুবলীগ আহবায়ক সালাউদ্দিন পলাশ প্রমুখ ।

Print Friendly, PDF & Email