|

গফরগাঁওয়ে প্রেমিকের মোটরসাইকেলে ঘুরতে এসে লাশ হলো প্রেমিকা

প্রকাশিতঃ ৭:০২ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি: গফরগাঁওয়ে প্রেমিকাকে মোটরসাইকেলে করে প্রেমিক ঘুরতে বেরিয়ে ছিলেন। ঘোরাঘুরির এক পর্যায়ে মোটরসাইকেলের পেছনে থেকে পড়ে গুরুতর আহতবস্থায় প্রেমিকা আশা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।

ঘটনাটি সোমবার (১৯ আগস্ট) বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে। এ ঘটনায় এলাকাবাসী প্রেমিক ডালিমকে (২৪) আটক করে হোসেনপুর থানা পুলিশের সোর্পদ করেছে।

নিহত স্কুলছাত্রী আশা আক্তার পার্শ্ববর্তী উপজেলার পাকুন্দিয়া পৌর শহরের শাহাব উদ্দিনের মেয়ে। সে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। আটককৃত প্রেমিক ডালিম একই উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ডালিমের সাথে আশা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার বিকেলে কোচিং ক্লাস করতে বেরিয়ে পরিবারের অজান্তে প্রেমিক ডালিমের মোটরসাইকেলের করে আশা ঘুরতে বের হয়। পরে হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী গফরগাঁওয়ের খুরশিদমহল ব্রিজ এলাকায় ঘোরাঘুরির এক পর্যায়ে ব্রিজের পশ্চিম পার্শ্বে মোটরসাইকেলের পেছনে থাকা অবস্থা আশা পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয় লোকজনসহ প্রেমিক ডালিম আহতবস্থায় প্রথমে প্রেমিকা আশাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্রী আশাকে মৃত ঘোষণা করেন। এসময় এলাকাবাসী প্রেমিক ডালিমকে আটক করে থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে প্রেমিক ডালিমকে মোটরসাইকেলসহ আটক করে হোসেনপুর থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত ডালিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহত স্কুলছাত্রীর লাশ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় হওয়ায় পাগলা থানা পুলিশ এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email