পাগলা থানাকে উপজেলা রূপান্তরের দাবীতে স্মারকলিপি প্রদান
প্রকাশিতঃ ১:২১ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি: ২০১২ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় পাগলা থানা। পাগলা থানাকে উপজেলা রূপান্তরের দাবীতে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ শহরে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে পাগলা উপজেলা বাস্তবায়ন পরিষদ।
পাগলা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক ও সদস্য সচিব সদস্য মাহবুব আলম বাবলু স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে পাগলা এলাকার বাসিন্দা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, বিশিষ্ট শিল্পপতি আলাল উদ্দিন, উপজেলা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ কামরুজ্জামানসহ শতশত পাগলাবাসী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা ও বিশিস্ট শিল্পপতি আলা উদ্দিন আহমেদ। পরে ময়মনসিংহ প্রেসক্লাবে গিয়ে এক সাংবাদিক সম্মেলন করে দাবী বাস্তবায়নের যুক্তিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বাস্তবায়ন পরিষদ যুগ্ম আহবায়ক শাহ জালাল সাজু।
১৫টি ইউনিয়ন নিয়ে গফরগাঁও উপজেলা গঠিত। দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ২০১২ সালে গফরগাওয়ের দক্ষিণ এলাকা মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারি ও টাঙ্গাব এই ৮টি ইউনিয়ন নিয়ে পাগলা থানা গঠিত হয়। এলাকাটি গফরগাও সদর থেকে ১৬ কিলোমিটার দুরে। পাগলা থানা এলাকা জনসংখ্যা ২লাখ ২৯ হাজার।গফরগাও পৌরসভাসহ ৭ ইউনিয়নে জনসংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৩৮৬ জন। আয়তন ও জনসংখ্যার দিক থেকেও গফরগাও থানার চেয়ে পাগলা থানায় বেশী। এলাকাটি অবহেলিত ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সুবিধা বঞ্চিত এলাকাটি উন্নয়নে ও মানুষের দুর্ভোগ লাঘবে পাগলা নামে উপজেলা পরিষদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।