ভালুকায় ‘শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা’ পেলেন লিটন
প্রকাশিতঃ ১২:০০ পূর্বাহ্ণ | নভেম্বর ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলায় সমবায় আন্দোলনে অবদান রাখায় মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. লিটন মিয়া ভালুকা উপজেলার ‘শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা’ স্মারক ও ‘সম্মাননা পত্র’ পেয়েছেন। ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা সমবায় দপ্তর আয়োজিত অনুষ্ঠানে ওই সম্মাননা স্মরক প্রদান করা হয়।
সম্মাননা স্মরক প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, উপজেলা সমবায় অফিসার মন্তোষ কুমার গোপ।
মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. লিটন মিয়া বলেন, ‘কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রাপ্তিতে আমি অত্যান্ত গর্বিত ও আনন্দিত। এ অর্জন আমার একার নয়। এ সম্মাননা প্রপ্তি আমার সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী ও সদস্যগণেন জন্যই সম্ভব হয়েছে। আমি সকলের দোয়া ও সহযোগীতা নিয়ে দেশ ও সমাজের জন্য কিছু করতে চাই’।

