ভালুকায় দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব গ্রহণ
প্রকাশিতঃ ১:৩৩ পূর্বাহ্ণ | নভেম্বর ১৯, ২০২৫
ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় সাবেক কমিটির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক শামছুর রহমান বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের নিকট দুদকের পতাকা ও ফাইল বুঝিয়ে দেন ।
নতুন কমিটির সভাপতি দায়িত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাজমুল আলম সোহাগ।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ বিভাগীয় পরিচাক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আগামী তিন বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেয়। এছাড়া কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সহ-সভাপতি, ডা: হাসমত আলী, হোসনে আরা আকন্দ, সদস্য মোছা: ফাতেমা খাতুন, সাংবাদিক এসএম শাহজাহান সেলিম, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, শিক্ষক মজিবুর রহমান, সেলিনা ইয়াসমিন।
সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধি ও সৎ ও ন্যায়পরায়ণ প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতেই আমাদের প্রচেষ্টা।”


