|

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক নিয়োগে রাজনৈতিক প্রভাবের অভিযোগ

প্রকাশিতঃ ১০:৫৩ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২৫

বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ৯ ডিসেম্বর। কিন্তু ৪১ জন প্রার্থীর তালিকা প্রকাশের পর থেকেই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে তীব্র অসন্তোষ এবং ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠছে—এ তালিকা যেন যোগ্যতার নয়, বরং রাজনৈতিক আনুগত্য এবং প্রশাসনিক ছত্রছায়ায় সুবিধাভোগীদের ‘নির্বাচন’ নিশ্চিত করার কৌশলে রূপ নিয়েছে।

নিয়োগ যে যোগ্যতার মাপকাঠি নয় বরং পরিচয়ের ‘গোপন সিঁড়ি’, সেটি নানা ঘটনা-উদাহরণে আরও স্পষ্ট হয়ে উঠছে।

ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি গুরুতর অভিযোগ—অনলাইনে প্রকাশিত প্রার্থীর তালিকায় নাম না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব এবং জামায়াতপন্থী পরিচিত মাওলানা সিদ্দিকুল্লাহর ছেলে নোমান মুজাহিদ পরীক্ষার এডমিট কার্ড সংগ্রহ করেছেন। নাম তালিকায় নেই — তবুও পরীক্ষায় অংশগ্রহণের ‘বিশেষ সুযোগ’!

এ ঘটনা শুধু প্রশ্নই তুলছে না; বরং নিয়োগ প্রক্রিয়া যেন অঘোষিত শক্তি, মতাদর্শী প্রভাব এবং গোপন নির্দেশনায় পরিচালিত হচ্ছে—এমন আভাসও দিচ্ছে।

Print Friendly, PDF & Email