ময়মনসিংহে হাজারো কন্ঠে পরিচ্ছন্নতার শপথ
প্রকাশিতঃ ২:১৩ অপরাহ্ণ | নভেম্বর ২৩, ২০১৯

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবরঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এস এস সি, এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী ও অভিভাবক পরিচ্ছন্ন বাংলাদেশ তথা পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে শপথ নিয়েছেন।
শুক্রবার(২২ নভেম্বর) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এই শপথবাক্য পাঠ করান।
এসময় শিক্ষার্থী ও আগত অতিথিরা ময়মনসিংহকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার শপথ নেন।
এসময় বিডি ক্লিন ময়মনসিংহের বিভাগীয় সমন্বয়ক এ্যাড. মতিউর রহমান ফয়সাল, ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ প্রায় দেড় হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
প্রসঙ্গত, বিডি ক্লিন ময়মনসিংহ প্রায়ক তিন বছর ধরে ময়মনসিংহে শহরে পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি হাতে হাতে সংগঠনের সদস্যরা পরিচ্ছন্নতা কাজে সহায়তা ও সচেতনতার কাজ করছে।