|

ময়মনসিংহে পরিচ্ছন্নতা বার্তা নিয়ে বর গেলেন কনের বাড়ি

প্রকাশিতঃ ১১:০৭ অপরাহ্ণ | ডিসেম্বর ০৬, ২০১৯

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: বিডিক্লিন ময়মনসিংহের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল কোনো বিলাস বহুল গাড়িবহর নিয়ে তার বর যাত্রার আয়োজন করেননি। একেবারেই নতুন এবং ভিন্নধর্মী এক পন্থা অবলম্বন করে বরযাত্রার বহর নিয়ে হাজির হয়ে কনে পক্ষকে অবাক করেন তিনি। বিষয়টি টক অব দা টাউনে পরিণত হয়েছে।

একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে পরিচ্ছন্নতা বিষয়ক নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে হাজির হন নগরীর কালীবাড়ি এলাকার কনের বাড়িতে।

উপস্থিত অতিথি এবং কনে পক্ষ বিষয়টিকে দারুণভাবে স্বাগত জানায়। এছাড়াও যে পথ দিয়ে বর অনুষ্ঠান স্থলে গেছেন সেখানেও পথচারীরা বিষয়টি দারুণভাবে উপভোগ করেন। মূলত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরি করতে এ ভিন্নধর্মী পরিকল্পনা করেন অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল।

আয়োজন শেষে কনেকে নিয়ে একই গাড়িতে বাড়িতে ফিরে আসেন তিনি। বরযাত্রায় এ ভিন্নধর্মী আয়োজন নগরবাসীর ব্যাপক প্রশংসা পেলেও মতিউর রহমান ফয়সাল এবং কনে মিলি খান মনে করেন, নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়লে তাদের এ উদ্যোগ সফল হবে। নব দম্পতি সবার দোয়া কামনা করেন।

সূত্র: সময় টিভি

Print Friendly, PDF & Email