|

ময়মনসিংহে দুই শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলো রেডিও ১৯

প্রকাশিতঃ ২:১৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ সামমাজিক দায়বদ্ধতা থেকে ময়মনসিংহের বহুল প্রচারিত রেডিও-১৯এর পক্ষ থেকে ২ শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। রেডিও -১৯এর পক্ষ থেকে ওই দুজন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেন রেডিও ১৯-এর প্রধান নির্বাহী রনি রাসেল।

৮ ই ডিসেম্বর রবিবার দুপুরে টাউন হল চত্বরে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন শ্রেনী পেশার সুধীজনদের উপস্থিতিতে হুইলচেয়ার ও শীতের কম্বল বিতরন করা হয়।

Radio19 এর প্রধান নির্বাহী রনি রাসেল বলেন, ‘মানবিকতার জায়গা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতিনিয়ত মানুষের জন্য সেবামূলক কিছু কাজ করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ ২ জন শারীরিক প্রতিবন্ধী কিশোর কিশোরীকে ২ টি হুইল চেয়ার ও শীতের কম্বল প্রদান করা হয়েছ।

এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.ফখরুল আলম বাপ্পাী চৌধুরী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ.কে.এম. তাজুল ইসলাম খোকন, সাংস্কৃতিক সম্পাদক কবি মোস্তাফিজুর বাসার ভাসানী, সাংবাদিক নিয়ামুল কবির সজল, কবি ও সম্পাদক স্বাধীন চৌধুরী, অনসম্বল থিয়েটারের সভাপতি আবুল মুনসুর, রেডিও -১৯এর অনুষ্ঠান প্রধান আবৃত্তিকার ও নাট্যকার আসাদুজ্জামান রুবেল, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক জনাব আব্দুল মোমেন, ময়মনসিংহ ওয়েল ফেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা মানস কান্তি সাহা. বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আব্দুল মুহিত প্রমুখ।

উল্যেখ, ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানায় গ্রামের প্রতিবন্ধী চার বোনকে ৪টি হুইলচেয়ার ও কম্বল দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল ময়মনসিংহের প্রথম ও বহুল প্রচলিত অনলাইনে রেডিও ষ্টেশন “রেডিও ১৯”

Print Friendly, PDF & Email