|

নেত্রকোনায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ ১০:০১ অপরাহ্ণ | জানুয়ারি ৩০, ২০২০

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণার কমলাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক চাঁনমিয়া দেওয়ানীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলার হাট গোবিন্ধপুর বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসী ও খারনৈ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিপক্ষের লোকজনের মাধ্যমে প্রভাবিত হয়ে একটি গণমাধ্যমে সাবেক চেয়ারম্যান সিরাজুল হক চাঁনমিয়া দেওয়ানীর বিরুদ্ধে সীমান্তে প্রভাব চালিয়ে খারাপ কাজে যুক্ত রয়েছেন, এমন অলীক সংবাদ প্রচার করা হয়েছে। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন। এলাকায়ও তিনি জনপ্রিয়। এতে ভয় পেয়ে প্রতিপক্ষরা নানামুখী ষড়যন্ত্র করছেন।

বক্তারা ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে বলেন, এলাকার মানুষ চাঁনমিয়া দেওয়ানীর সঙ্গে আছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

মানববন্ধনে বক্তব্য দেন- খারনৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্কাছ আলী, খারনৈ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীন শেখ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রংছাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক চয়ন আহাম্মেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email