|

আনুষ্ঠানিকভাবে ‘জাগ্রত ময়মনসিংহ’ এর লোগো উন্মোচন

প্রকাশিতঃ ১২:৩৯ পূর্বাহ্ণ | মার্চ ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু ময়মনসিংহ ও ময়মনসিংহবাসীর কল্যানার্থে গঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত ময়মনসিংহ’ এর লোগো উন্মোচন করেন।

তিনি গত ৭মার্চ জাগ্রত ময়মনসিংহের রামবাবু রোডস্থ অস্থায়ী কার্যালয়ে জাগ্রত ময়মনসিংহের সক্রিয় সদস্যবৃন্দের উপস্থিতিতে কেক কাটেন।

এসময় মসিক মেয়র জাগ্রত ময়মনসিংহের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ও ভবিষ্যতে ময়মনসিংহের কল্যাণে জাগ্রত ময়মনসিংহের সেবামূলক কাজের সাথে যুক্ত থাকার অঙ্গীকার করেন।

জাগ্রত ময়মনসিংহ পরিবারের পক্ষে অনাড়ম্বর এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাজী আজাদ জাহান শামীম, এডভোকেট তাজুল ইসলাম খেকন, আনিছুর রহমান স্বপন, রেডিও ১৯ এর প্রধান নির্বাহী রনি রাসেল, সুমন চন্দ্র ঘোষ, মাহমুদুল আমিন সোহাগ, এম এ মোতালেব, স্বপ্না খন্দকার, কাজী বাবু, মাহমুদা হোসেন মলি, নূরজাহান মিতু, শেফালী আজাদ, কাজী ডলি, জিনাত রেহানা, মনিরুজ্জামান রাজীব, মাওলানা আল আমিন, নাজমুল হাসান জীবন, মাহমুদুল আওরঙ্গ, রাকিবুল ইসলাম, রমজান আলী রঞ্জু, বিপ্লব চন্দ্র বর্মন, খলিলুর রহমান সহ বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

উল্লেখ্য, জাগ্রত ময়মনসিংহ পরিবারের উদ্যোগে ঢাকা -ময়মনসিংহ -ঢাকা রুটে বিরতিহীন আন্ত:নগর ট্রেন সার্ভিস চালুকরণে প্রচারণাসহ ময়মনসিংহের উন্নয়ন ভাবনা নিয়ে লাইভ টকশো করে ইতিমধ্যে ময়মনসিংহের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

Print Friendly, PDF & Email