ত্রিশালে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করলেন সাংসদ মাদানী
প্রকাশিতঃ ১০:৪০ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ত্রিশালে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসাধারনের মাঝে জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে মাস্ক বিতরণ করেছেন স্থানীয় সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী ।
শনিবার বিকেলে পৌর এলাকায় রাস্তায় হেটে হেটে তিনি জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী বলেন, ‘করোনাভাইরাস নিয়ে জনসাধারনকে আতঙ্কিত না হয়ে সচেতন করতে হবে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত লাখ লাখ মানুষ। তাই আমাদের সব সময় মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার রাখতে হবে। বিনা প্রয়োজনে বাসার বাহিরে যাওয়া বন্ধ করতে হবে। সচেতনতায় একমাত্র হাতিয়ার কওে এ ভাইরাসকে প্রতিরোধ করতে হবে।’
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকার, ত্রিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সজীব আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর প্রমুখ।