ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা
প্রকাশিতঃ ৪:২৫ পূর্বাহ্ণ | মে ১৯, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় হত দরিদ্রদের মাঝে ইফতার বিতরন সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের চায়না ব্রিজ মোড়ে ৩২ নং ওয়ার্ডে এই কর্মসূচী পালন করে ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এ.বি. এম নূরুজ্জামান খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব সম্পাদক রেজাউল হাসান বাবু, বিশেষ বক্তা মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শামসুন্নাহার পারভীন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখ্খার হোসেন খোকন, মানিক সরকার, আলমগীর হোসেন, মাকসুদ খান, মামুন মন্ডল, সাদেকুল ইসলাম, গালিব, পাপ্পু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সম্পাদক আরিফ সিদ্দিকী সুমন।