|

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

প্রকাশিতঃ ১:০১ পূর্বাহ্ণ | জুন ১৬, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা ও আহবানে উজ্জীবিত হয়ে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল সোমবার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

স্থানীয় পাটগুদামস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের আঙ্গিনায় এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামূল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোফাখখার হোসেন খোকন ও যুগ্ম আহ্বায়ক শেখ মাসুম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র, বলেন আমাদের পরিবেশ ঠিক রাখতে হলে গাছ রোপনের কোন বিকল্প নেই, সবুজ বনায়নের মাধ্যমে আমাদের দেশকে ফুলে-ফলে সমৃদ্ধ করতে হবে। করোনা ভাইরাস প্রার্দূভাব মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশের এই সংকটমূর্হুতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকল অতিথিবৃন্দ একটি করে বৃক্ষরোপণ করে । মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ কর্মসূচীর সূচনা হয়।

উল্লেখ্য, স্মৃতিসৌধ এলাকায় শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বলেন, আমাদের এ কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ।

Print Friendly, PDF & Email