|

লঞ্চডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন ময়মনসিংহের উত্তম চক্রবর্তী রকেট

প্রকাশিতঃ ৫:৪৪ অপরাহ্ণ | জুন ৩০, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: লঞ্চডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট। রাজধানীর সদরঘাটে ‘ময়ূর-২’ ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে ‘মর্নিং বার্ড’ লঞ্চ।

ভয়াবহ এ দুর্ঘটনায় সর্বশেষ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আর করোনার মাঝে দেশে এমন ঘটনায় নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, এমন ঘটনা যেন আর কখনো না ঘটে সেটাই প্রত্যাশা করছেন তিনি। নিজের অফিসিয়াল প্যাডে তিনি এমন শোকপ্রকাশ করেছেন। এবং যারা নিহত হয়েছেন তারা যেন পরপারে ভালো থাকেন সেই কামনাও করেছেন তিনি।

রকেট বলেন প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার দুঃখের গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানি এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে সান্ত্বনা দিতে পারছি না। পুরো পৃথিবীর এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোনো সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সহ সকল দূর্যোগ কেটে যাবে একদিন প্রার্থনা করি। মাত্র কয়েক সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট স্বর্গ কামনা করছি।

Print Friendly, PDF & Email