|

ময়মনসিংহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিতঃ ১১:২৮ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোমবার ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দিনের কার্যসূচি অনুযায়ী অনুষ্ঠানের শুরু তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন বৈশাখী মঞ্চে আলোচনা সভা বৃক্ষরোপন, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য জননেতা ফাহমী গোলন্দাজ বাবেল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, বক্তব্য রাখেন আরজুনা কবির, আব্দুল আউয়াল মিন্টু ও সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট।

Print Friendly, PDF & Email