ময়মনসিংহে উলুধ্বনি ও শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১২:০১ পূর্বাহ্ণ | আগস্ট ৩১, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহ মহানগর পুজা উদযাপন পরিষদের বাছাই পর্বে উলুধ্বনি ও শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহানগর পূজা উদযাপন পরিষদের আয়জনে শহরের কেন্দ্রীয় মন্দিরে ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উলধ্বনিতে ১ম স্থান অধিকার করেন প্রতিভা রায়, দ্বিতীয় স্থান অধিকার করেন শুক্লা পাল, তৃতীয় স্থান অধিকার করেন গীতা সাহা।
শঙ্খধ্বনিতে প্রথম স্থান অধিকার করেন অদিতি গৌড়, দ্বিতীয় স্থান অধিকার করেন সুপ্রিয়া রায়, তৃতীয় স্থান অধিকার করেন তিলোত্তমা রায়।
অনুষ্টানের উদ্বোদক ও প্রধান বিচারক ছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদানন্দ।
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্ণকান্ত বিশ্বাস,ডাক্তার ডি সি পাল, শেলী চন্দ চক্রবর্তী।
অনুষ্টানে বক্তব্য রাখেন প্রদীপ ভৌমিক সভাপতিত্ব করেন এডভোকেট তপন দে, সঞ্চালনায় মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট।
সার্বিক সহযোগিতায় মানিক সরকার, জয়ন্ত তালুকদার শিবু, বিকন দে, অসীম সাহা, বিশ্বজিৎ সরকার,সঞ্জীব সরকার ও শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রমের কর্মকর্তা বৃন্দ।
