সি আর দত্তের প্রতি ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা
প্রকাশিতঃ ২:২০ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা।
মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিডিআরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সি আর দত্তের প্রতি তারা শেষ শ্রদ্ধা জানায় ময়মনসিংহের নেতারা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সেক্টর কমান্ডার, মানবাধিকার আন্দোলনের নেতা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি, পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মেজর জেনারেল (অব) চিত্ত রঞ্জন দত্ত, বীর উত্তমের প্রয়াণে ময়মনসিংহ মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটের নেতৃত্বে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ।
এই সময় ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।