|

ফুলবাড়ীয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি অনুমোদন: সভাপতি বাবুল, সম্পাদক শরিফুল

প্রকাশিতঃ ৪:১৪ অপরাহ্ণ | জুন ৩০, ২০২৫

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (২৮ জুন) শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ রেজাউল কবির দীপু এবং সাধারণ সম্পাদক সৈয়দ নুরু আল আমিন (সম্রাট) এর যৌথ স্বাক্ষরে ৩৪ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মোঃ আবু নাইম বাবুলকে সভাপতি, মোঃ শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ জাহিদুল হাসান (আইএজ) কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি মোঃ আবু নাইম বাবুল বলেন, “দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। আমরা সবাই মিলে দলকে আরও সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন, “দলের স্বার্থে ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় সব ধরনের কাজ আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে করবো। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”

Print Friendly, PDF & Email