|

তোমরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর-ধর্মমন্ত্রী

প্রকাশিতঃ ১১:০৮ অপরাহ্ণ | মার্চ ১১, ২০১৮

স্টাফ রিপোর্টার: ধর্মমর্ন্ত্রী বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান গতকাল রোববার (১১ মার্চ) সকালে ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নে চর খরিচা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত সীমানা প্রাচীর ও তোরণ, নতুন ভবন এবং বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন নির্মান কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। পরে ধর্মমন্ত্রী জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের বলেন তোমরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে দেশের সুনাম বয়ে নিয়ে আসবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম। চর খরিচা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো: আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ মো: জাকির হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, ধর্মমন্ত্রীর পারসোনাল অফিসার এ বি এম আক্তারুজ্জামান রবিন প্রমুখ। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সন্মানিত সদস্যবৃন্দ। এসময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email