|

এসডিজি অর্জনে স্থায়ীকরণ, বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন র্শীষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৫:১২ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৮

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় ময়মনসিংহে জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থায়ীকরণ, বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন র্শীষক দিনব্যাপী কর্মশালা গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে ময়মনসিংহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। জেলা প্রশাসক মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশলায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম গালিভ খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পি পি এডভোকেট জহিরুল হক খোকা, ডেপুটি সিভিল সার্জন ডা: পরীক্ষিত কুমার পাড়, স্থানীয় সরকার উপ-পরিচালক মো: হারুন-অর-রশিদসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী, এনজিও প্রতিনিধি, চেম্বার নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইকেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন অংশ গ্রহণ করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসীন উদ্দিন। কর্মশালার প্রথম সেশনে এসডিজি অর্জনে স্থায়ীকরণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক মো: খলিলুর রহমান এবং দ্বিতীয় সেশনে ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্ঠি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসীন উদ্দিন। পরে প্রবন্ধের উপর গ্রুপ ওয়ার্ক এবং গ্রুপসমূহের উপস্থাপনা করা হয়। কর্মশালার উপর উপলব্দি ব্যক্ত করেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মদ, দি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রীর সদস্য ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন আহম্মেদ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার প্রমুখ।
কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থায়ীকরণ বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে ব্যাপকভাবে আলোচনা পর্যালোচনা করা হয়।

Print Friendly, PDF & Email