|

ভালুকা হেল্প লাইনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৮:২৮ অপরাহ্ণ | মে ২১, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘ভালুকা হেল্পলাইন’ এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার, কোনআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার সাতেঙ্গা নূরানিয়া হাফিজিয়া মাদরাসায় ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সেরা শিল্প কর্মকর্তা ও শেফার্ড গ্রুপ লিঃ ভালুকার ডিজিএম মোকলেসুর রহমান। এসময় ‘অভ্যুদয়’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুন বদরুল আহসান টিপুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এসময় ভালুকা হেল্প লাইনের পরিচালক মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, শিক্ষক ও কবি শফিকুল ইসলাম খাঁন, মানবাধিকার কমিশন ভালুকা শাখার সভাপতি আ.ম.ফ আফজাল হোসেন, ভালুকা হেল্প লাইনের প্রধান এডমিন ইমন তালুকদার সাগর, আবু সাঈদ সরকার প্রমুখ।

Print Friendly, PDF & Email